ছাত্র-জনতার আন্দোলনে অস্ত্রধারী সেই আ.লীগনেতা কারাগারে
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে গত ৪ আগস্ট অস্ত্র হাতে প্রকাশ্যে রাজপথে মহড়া দেওয়া সেই আওয়ামী লীগনেতা শাহজালাল হৃদয়কে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে র্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার রাতে শাহজালাল হৃদয়কে গ্রেপ্তার করে র্যাব। আজ তাঁকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক রওশন জাহান কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাজজালাল হৃদয় মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
র্যাব জানায়, গত ৪ আগস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন আওয়ামী লীগনেতা শাহজালাল হৃদয়। এ সময় তাঁর শটগান নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অবশ্য তাঁর লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রটি ইতোমধ্যেই থানায় জমা দেওয়া হয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, গত ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিদওয়ান হোসেন সাগর (২৪)। ওই ঘটনায় করা হত্যা মামলায় শাহজালালকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।