পীরগাছায় ইউপি চেয়ারম্যান বাশার গ্রেপ্তার
আবুল বাশার। ছবি : এনটিভি
রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার ইটাকুমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পীরগাছা থানায় একটি ও ঢাকায় একটি হত্যা মামলা রয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী এনটিভি অনলাইনকে জানান, চেয়ারম্যান আবুল বাশারকে বিকেল ৩টার দিকে ইটাকুমারী এলাকা থেকে আটক করা হয়। তার নামে পীরগাছা থানা ও ঢাকায় দুটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ কে এম মঈনুল হক, রংপুর