সাবেক কাউন্সিলর ডা. আব্দুল মতিন দুদিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সোহাগ হত্যা মামলায় ঢাকা সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর ডা. আব্দুল মতিনকে দুদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আজ বুধবার (১৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান মারুফ আসামি ডা. মতিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ডা. আব্দুল মতিন এই মামলার এজাহারনামীয় ৩১ নং আসামি। গত জুলাই মাসে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচিকে প্রতিহত করার জন্য এজাহার নামীয় আসামিদের মধ্যে জ্যেষ্ঠ নেতাদের পরিকল্পনা অনুযায়ী তাদের নির্দেশে এবং প্রত্যক্ষ, মদদে আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় সাধারণ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করে। বিভিন্ন স্থানে সাধারণ ও গুরুতর জখমসহ হত্যাকাণ্ড করে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট সকাল ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে মামলার বাদী শোভন মিয়াসহ তার ভাই সোহাগ মিয়া বাসা থেকে বের হয়ে ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনে যোগদান করে। বাড্ডা থানার লিংক রোডে অবস্থানের সময় দুস্কৃতকারীরা তাদের হেফাজতে থাকা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি গুলি করে। এতে বাদী ও তার ভাই গুলিবিদ্ধ হন। অন্দোলনে অংশগ্রহণকারী উপস্থিত অন্যরা বাদী ও তার ভাইকে আহত অবস্থায় এএমজেড হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কয়েকজন আসামি হাসপাতালে নিতে ও চিকিৎসা দিতে বাধা দেয়।