টেপা জাকিরকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত সাতটি হত্যা মামলার আসামি জাকির হোসেন ওরফে ওরফে ট্যাপা জাকিরের (৪৫) ১০ দিনের পুলিশ রিমান্ড প্রার্থনা করে আজ রোববার (২০ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই সাভারের বিভিন্ন পাড়ায-মহল্লায় অনেকে মিষ্টি বিতরণ করেন।
জাকির হোসেন ওরফে ট্যাপা জাকির আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো ফুলতলা গ্ৰামের আবুল হোসেনের ছেলে। সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আত্মগোপনে থাকা সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বেশ আলোচিত ও সমালোচিত ছিলেন। রাজিবের অর্থভাণ্ডার ব্যবসা-বাণিজ্য সব কিছুর নিয়ন্ত্রণ ছিল তার হাতে। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচালনা করতেন রাজ গ্রুপের প্রতিষ্ঠান।
জাকির হোসেন ওরফে ট্যাপা জাকিরের গ্রেফতারের বিষযয়ে আজ রোববার দুপুরে সাভার মডেল থানায় প্রেস ব্রিফিং করে সাভার মডেল থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, জুলাই আগস্ট বিপ্লবে দায়ের করা মামলার গুরুত্বপূর্ণ আসামী এই ট্যাপা জাকির। অন্যান্য আসামিদের অবস্থান এবং অস্ত্রের উৎস সম্পর্কে জানতেই তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার প্রার্থনা করা হয়েছে বলে জানান ওসি।