পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

পটুয়াখালীর বাউফলে পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে মোহম্মদ রাসেল খান (৩৫) নামে এক যুবক দুদিন ধরে নিখোঁজ। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কিনে ট্রলার যোগে বাড়ি ফেরার সময় গতকাল শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া নদীর কালাইয়া পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাসেল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়নের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি। আজ রোববার বিকেল ৫টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
ট্রলারচালক মো. রাকিব জানান, তারা চারজন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৫ হালি ইলিশ মাছ নিয়ে কালাইয়া ফেরার পথে নৌপুলিশের টহলরত একটি দল স্প্রিডবোট নিয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় ভয় পেয়ে তিনি নদীতে ঝাঁপ দেন। অপর দুজন পাশ দিয়ে যাওয়া খেয়া নৌকায় লাফ দিয়ে সটকে পড়েন।
রাকিবের অভিযোগ, তিনি রাসেলকে খোঁজার জন্য পুলিশকে বারবার বললেও তারা কোনো গুরুত্ব না দিয়ে বলে, ও সাঁতার কেটে উঠে যাবে।
কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন অভিযোগ অস্বীকার করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে তাদের টহল টিম তেঁতুলিয়া নদীর চরওয়াডেল এলাকা থেকে মো. ইউনুচ, মো. লোকমান ও মো. মোশারেফ নামের তিন জেলেকে আটকের পর উপপরিদর্শক (এসআই) মো. মনিরসহ তিন পুলিশ স্পিডবোটে করে ফাঁড়িতে পৌঁছে দিয়ে আবার নদীতে যাচ্ছিলেন। তখন স্পিডবোট দেখে রাসেল নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। পরে স্পিডবোড থামিয়ে রাসেলকে উদ্ধারের চেষ্টা করা হয়। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। এই সময়ের মধ্যে তেঁতুলিয়া নদীতে সব ধরণের মাছ ধরা, পরিবহণ ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ।