ছদ্মবেশে ১১ বছর, অবশেষে ধরা যাবজ্জীবনের আসামি
হত্যা মামলায় সুলতান শরীফ (৬৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার (১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার সিনিয়র সহকারী পুলিশ সুপার।
পুলিশের এই কর্মকর্তা জানান, শরীফকে প্রায় এক যুগ পর গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। সেই ১১ বছর ধরে পলাতক ছিলেন সুলতান শরীফ। তিনি হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন।
মামলা হওয়ার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম-পরিচয় গোপন করে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।