সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন, ৫ আসামি কারাগারে
রাজধানীর মিরপুরে কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফরহান ইশতিয়াক এই আদেশ দেন। এদিন কারাগারে যাওয়া আসামিরা হলেন- আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল। ঢাকার সিএমএম আদালতে এ দিন আসামিদের কারাগারে প্রেরণের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
এর আগে গত শনিবার (২ নভেম্বর) সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে পাঁচ দুষ্কৃতকারীকে ভাসানটেক ও কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পাঁচ আসামির মধ্যে মাহফুজ মিয়া ও আমিনুল ইসলামকে কাফরুল থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আলমগীর, রেশমা ও রাসেলকে গ্রেপ্তার দেখানো হয় ভাসানটেক থানার মামলায়।
নথি থেকে জানা গেছে, রাজধানীর মিরপুর-১৪ নম্বর কচুক্ষেত সড়কে গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের এ ঘটনায় ভাসানটেক ও কাফরুল থানায় পৃথক দুটি মামলা করা হয়।