কুলিয়ারচর পৌর আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উসমানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় পলাতক আসামি।
গতকাল বুধবার (৬ নভেম্বর) দিনগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে কুলিয়ারচর থানা পুলিশ।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার মামলায় পলাতক আসামি এই আওয়ামী লীগনেতা ও ইউপি চেয়ারম্যান। এই অভিযোগে মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের সহায়তায় নন্দনপুর এলাকা থেকে কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) শুভ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেপ্তার করেন। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক তাঁকে জেলহাজতে পাঠান। ওই মামলায় এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর আছে বলেও জানান তিনি।