আ.লীগনেত্রী জিনাত সোহানা আটক
আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক আইনজীবী জিনাত সোহানা চৌধুরীকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ মে) নগরীর বায়েজিদ থানার আতুয়ার ডিপো এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘দিনগত রাত ১টার দিকে বায়েজিদ বোস্তামী এলাকার একটি বাসা থেকে জিন্নাত নামে এক নারীকে আমরা আটক করেছি। তার বিষয়ে যাচাই-বাছাই চলছে।’
জিনাত সোহানা চট্টগ্রামের রাউজানের বাসিন্দা। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
এছাড়া জিনাত সোহানা সাবেক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ও ফারমিন গ্রুপের চেয়ারম্যান। তার স্বামী মোহাম্মদ ইমরান বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি ও অতীতে সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আওয়ামী লীগের সরকারের সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ আরাফাতের ঘনিষ্ঠ ছিলেন।
পুলিশ জানায়, গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় জিনাত সোহানা এজাহারভুক্ত আসামি। মামলাটি কোতোয়ালি থানায় দায়ের করেন ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ চৌধুরী। এতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও ইসকনলনেতাদের নাম উল্লেখ করে মোট ২৯ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকেও অভিযুক্ত করা হয়েছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)