সিএমএম কোর্ট থেকে পলায়নের পরে আত্মসমর্পণ, অতঃপর কারাগারে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি আরিফুর ইসলাম আরিফ আদালতে আত্মসমর্পণ করেছে। এরপরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৮ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন। এদিন আদালতে তার জামিন শুনানি হলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১ থেকে তিনি পালিয়ে যান। এরপরে গত ১৫ নভেম্বর রাজধানীর মগবাজার থানা এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ওইদিন তাঁকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১ তে হাজির করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর মধ্যে তিনি আদালত থেকে পালিয়ে যান। আরিফ হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি।
এদিকে আসামির দেখভালের জন্য দায়িত্বরত পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজলকে সাময়িক বহিষ্কার করা হয়। এ ছাড়া, পলাতক আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।