চাঁদপুরে গরিবদের জন্য ৫০ টাকা কেজি আলু বিক্রি
পুরাতন আলুর খুচরা বাজারে প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে চাঁদপুর শহরে গরিব ও অসহায় মানুষদের কথা চিন্তা করে ৫০ টাকায় আলু বিক্রি করা হচ্ছে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
কোল্ড স্টোরেজ মালিকদের অনুরোধ করে কৃষক ও এজেন্টদের থেকে ৪৫ টাকা কেজি দরে এসব আলু আনা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব আলু বিক্রি করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জানান, আজ ৪৫ টাকা কেজি দরে কেনা আলু ৫০ টাকা দরে (১২৫০ কেজি) গরিব-অসহায় মানুষদের কাছেট বিক্রি করা হয়েছে। একটি ব্যানার টাঙিয়ে লেখা হয়েছে ‘সুলভ মূল্যে আলু বিক্রয়-প্রতি কেজি ৫০ টাকা-জনপ্রতি সর্বোচ্চ ৩ কেজি’।
এই উদ্যোগ বাস্তবায়ন করে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সহকারী পরিচালক আরও জানান, কম দামে আলু কিনতে পেরে সাধারণ মানুষদের মধ্যে যে তৃপ্তির হাসিটুকু দেখেছি তা অবর্ণনীয়। সবাই এই উদ্যোগের প্রশংসা করেছে।
জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার জেলা কার্যালয়ের উদ্যোগে এমন কার্যক্রম চালু রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবজি বিক্রি করতে একইভাবে গত মাসে দুটি ন্যায্যমূল্যের দোকান বিপণিবাগ বাজার ও পাল বাজারে করা হয়েছে।
এদিকে ভোক্তা অধিকার জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছে।