দুর্নীতি রোধে ত্যাগী ছাত্রদের অন্তর্ভুক্তির আহ্বান
দুর্নীতিরোধে ত্যাগী ছাত্রদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের নেতাার। ঢাকা বিভগীয় জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনায় এই আহ্বান জানান। পরে সংগীতানুষ্ঠান হয়।
গতকাল হাবিবুল্লাহ বাহার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মো. শাহ আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তসলীম ইসলাম, রাষ্ট্রসংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি আহমেদ ইসহাক, নাগরিক ছাত্রঐক্যের সমন্বয়ক তরিকুল ইসলাম প্রমুখ।
বক্তরা রাষ্ট্রসংস্কারসহ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন জুলাই-আগস্ট গণঅভ্যুখানে তাদের রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই জন-আকাক্ষা অনুযায়ী প্রয়োজনীয় ও সর্বাত্মক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরই তারা অন্য বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি, অনিয়ম ও অস্বচ্ছতারোধে রাষ্টযন্ত্রের বৈষম্যবিরোধী ত্যাগী ছাত্রপ্রতিনিধদের অন্তর্ভুক্ত করার জন্য অন্তর্বতীকালীন সরকারের কাছে দাবি জানান।
অনুষ্ঠান শেষে গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীদার সমন্বয়ে একটি মনোঞ্জ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।