রাজধানীর বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে খালে
 
          আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বনশ্রীতে একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে। ছবি : সংগৃহীত        
          রাজধানীর বনশ্রীতে একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে গেছে। আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার ৪২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
শনিবার রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।
রোজিনা আক্তার বলেন, বাসটি এখন পর্যন্ত উল্টানো অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে আমরা সার্চ করে বাসের মধ্যে কাউকে পাইনি। সেখানে পুলিশের রেকার গেছে। বাসটি সোজা করা হলে আহত-নিহতের ব্যাপারে জানা যাবে।
রোজিনা আক্তার বলেন, আজ বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে বনশ্রীর মেরাদিয়া এলাকায় আলিফ পরিবহণের একটি বাস উল্টে খালে পড়ে যায়। খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। তারপর সেখানে ফায়ার সার্ভিস যাই।

 
                   নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
 
 
