ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান রুহুল কুদ্দুস দুলুর
বাংলাদেশের গণমাধ্যমসহ দেশপ্রেমিক সবাইকে ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ রোববার (৮ ডিসেম্বর) বিকেলে এক জনসভায় এ আহ্বান জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল মহিলা কলেজ মাঠে স্থানীয় বিএনপি এই জনসভা আয়োজন করে।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনার অন্যায় অত্যাচার ও লুটপাটে সহযোগিতা করেছে ভারত। এখন শেখ হাসিনার পতন ভারত মেনে নিতে পারছে না। তাই তাদের মিডিয়া অপপ্রচার চালিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, নৌকায় ভোট দিলে বাংলাদেশ ভারতের অঙ্গ রাজ্যে পরিণত হবে—এটা বিএনপি অনেক আগে থেকেই বলে আসছিল। কিন্তু সেসময় অনেকই তা বিশ্বাস করেনি।এখন তারা প্রমাণ পেয়েছে। দেশটাকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা কীভাবে ভারতের দাসে পরিণত করেছিল, তা এখন সবার কাছে পরিষ্কার।
জনসভায় ১৮ সালে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবিনা ইয়াসমিন ছবিসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা বক্তব্য দেন।