বিডিআর বিদ্রোহ বলে কিছু নেই : হাসনাত আব্দুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বিডিআর বিদ্রোহ বলে কিছু নেই। যা আছে সেটা কেবল বিডিআর হত্যাকাণ্ড।’
আজ সোমবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাজিদ মাহমুদ নামের এক ব্যক্তির পোস্ট শেয়ার করে এ মন্তব্য করেছেন। সাজিদ মাহমুদ তার পোস্টে লিখেছেন, ‘বিডিআর বিদ্রোহ বলে কিছু নাই আমার ইতিহাসে। যা আছে সেটা কেবলই বিডিআর হত্যাকাণ্ড।’
সরকার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত হতে যাওয়া কমিশনের চিন্তা বাতিল করে দিয়েছে। আমরা বিশ্বাস করি, এটা আমার সেই দেশপ্রেমিক ৫৭ অফিসারের সাথেই শুধু গাদ্দারি নয় বরং এটি সার্বভৌম বাংলাদেশের সাথে বিশ্বাঘাতকতা।
তিনি আরো লিখেছেন, ‘সরকারে যারা আছেন তারা জেনে রাখবেন আমরা আর কাউকে ম্যানেজ করে চলতে নারাজ। যদি কাউকে ম্যানেজ করতে গিয়ে এই বেঈমানি সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে এখনো সময় আছে সেই সিদ্ধান্ত বাতিল করুন। এসে জনগণের কাতারে দাঁড়ান।’