মাওয়ায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় বাবা নিহত, ছেলে আহত
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের খানবাড়ি বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় জসিম হাওলাদার (৪১) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় আহত হন নিহত জসিমের ছেলে। এ ঘটনায় বাসচালক ও হেলপার পালিয়ে গেলেও শ্যামলী পরিবহণের বাসটি আটক করা হয়েছে।
পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ফরিদপুরগামী শ্যামলী পরিবহণের বাসের ধাক্কায় জসিম হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর সাথে থাকা ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে আসার আগেই বাসচালক ও হেলপার পালিয়েছে। তবে আমরা বাসটি আটক করেছি। নিহত জসিম হাওলাদারের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।