মুন্সীগঞ্জে বিপুল কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর নৌপুলিশের অভিযানে তিন কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) নৌপুলিশ অভিযান চালিয়ে এই অবৈধ কারেন্ট জাল জব্দ করে।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, আজ বিকেল ৫টার দিকে উপজেলার বাগবাড়ি এলাকার একটি দোকানে তল্লাশি করে ১৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২০ পিস অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক তিন কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা।
মো. লুৎফর রহমান জানান, উদ্ধারকৃত কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালগুলো সিনিয়র মৎস কর্মকর্তা আবুল হাসেমের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা, মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ি ও সদর থানা পুলিশের দল।