ওমরাহ আর হেলিকপ্টারে চড়িয়ে মায়ের ইচ্ছে পূরণ প্রবাসী ছেলের
মায়ের স্বপ্ন পূরণ করেছেন সন্তানরা। এরকম অনেক উদাহরণ রয়েছে সমাজে। ঠিক তেমনি এক উদাহরণ সৃষ্টি করেছেন সৌদি প্রবাসী আয়নাল হক। তার মায়ের স্বপ্ন ছিল একদিন হেলিকপ্টারে চড়ার ও ওমরা হজ পালনের। ওমরা হজ পালন শেষে শনিবার হেলিকপ্টারে চড়িয়ে মাকে নিয়ে আসেন টাঙ্গাইলের সখিপুরের বড় চওনা গ্রামে। এ নিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন সৌদি আরব প্রবাসী আয়নাল হক।
প্রায় চার বছর আগে আয়নাল ছুটিতে আসার পর বৃদ্ধ মা কমলা খাতুন ছেলের কাছে ওমরাহ হজ ও হেলিকপ্টারে চড়ার ইচ্ছার কথা জানান। মায়ের সেই ইচ্ছে পূরণ করেছেন ছেলে আয়নাল।
মায়ের ইচ্ছে পূরণের বিষয়ে আয়নাল হক বলেন, আমি প্রায় ২২ বছর ধরে সৌদি আরবে চাকরি করছি। সর্বশেষ গত প্রায় চার বছর আগে যখন ছুটিতে আসি, তখন মায়ের এ ইচ্ছের কথা জানতে পারি। কিছুদিন আগে আমার স্ত্রী, সন্তান ও ছেলে-মেয়েদের সাথে মাকে নিয়ে ওমরা হজ পালনের জন্য সৌদি আরব যাই। ওমরা পালন শেষে মায়ের ইচ্ছা অনুযায়ী হেলিকপ্টারে নিয়ে শনিবার বেলা ১১টার দিকে গ্রামের বাড়িতে আমরা পৌঁছাই। মায়ের এই দুটি ইচ্ছে পূরণ করতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত।
প্রবাসী আয়নাল হকের মা জানান, আমার ছেলেরও ইচ্ছা ছিল আমাদেরকে ওমরা হজ পালন শেষে মক্কা মদিনা ঘুরাইয়া হেলিকপ্টারে চড়াইয়া দেশে আনবো। সেই স্বপ্ন পূরণ হয়েছে।
প্রবাসী আয়নাল হকের ভাতিজা মেহেদী হাসান জানান, আমার দাদিসহ পরিবারের অন্যান্য সদস্যরা সৌদি আরব থেকে ঢাকা বিমানবন্দরে আসেন। সেখান থেকে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে নিয়ে আসি। আমার দাদির স্বপ্ন পূরণ হয়েছে এবং গ্রামের মানুষ হেলিকপ্টার দেখেছেন। তাতেই ভালো লাগল।
এদিকে হেলিকপ্টার দেখতে সখিপুরের বড় চওনা গ্রামে শত শত উৎসুক জনতা ভিড় করে। বিষয়টি নিয়ে রীতিমতো আলোচনা ও প্রশংসায় ভাসছে প্রবাসী আনোয়ার।