ফরিদপুরের ভাঙ্গায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নাঈম শেখ (২০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাঈম শেখ ওই গ্রামের ভ্যানচালক হায়দার শেখের ছেলে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক আফজাল হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক নাঈম শেখের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাঈম শেখ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর