কৃষকদলের সহসভাপতির বক্তব্যের প্রতিবাদে বোয়ালমারীতে সংবাদ সম্মেলন
ফরিদপুরের বোয়ালমারীতে কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়। সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারপাড়া মন্দির প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক কুমারেশ ভৌমিক।
লিখিত বক্তব্যে কুমারেশ ভৌমিক বলেন, বিগত ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত এই এলাকার হিন্দুরা আওয়ামী লীগের দলীয় স্বার্থে ব্যবহৃত হয়েছে। প্রকৃত শান্তি পায়নি। এই সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চাঁদাবাজি, ভূমি দখল, সাম্প্রদায়িক সহিংসতা, দোকানের বাকি ক্রয়ের টাকা পরিশোধ না করার মত ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।
২০২৪ সালের ৫ আগস্টে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে পরমেশ্বরদী, চতুল, যদুনন্দী ও সোনাপুর ইউনিয়নে মুশফিক বিল্লাহ জিহাদের মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা লাভ করার পর থেকে এ এলাকার হিন্দু সমাজের বুক থেকে জগদ্দল পাথর নেমে গেছে। মুশফিক বিল্লাহ জিহাদ প্রথমে ভার্চুয়ালি এবং কিছুদিন পর থেকে ফিজিক্যালি আমাদের পাশে থেকে আমাদের সকল সম্ভাব্য ক্ষতি ও বিপদ আপদ থেকে রক্ষা করেছেন। এলাকার হিন্দু সমাজের পক্ষ থেকে আমরা মুশফিক বিল্লাহ জিহাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সময়ে তারা পাশে না থাকলে এলাকার হিন্দু সমাজ অসহায়ত্বের এক বিভীষিকাময় অবস্থা প্রত্যক্ষ করতো।
সম্প্রতি কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এলাকার নেতৃবৃন্দের অত্যাচারে হিন্দু সম্প্রদায়ের দেশ ছেড়ে যাওয়া এবং চাঁদাবাজির যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও মিথ্যা। আমরা এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিনেন্দু সাহা, রাম চক্রবর্তী, নিরাপদ কর্মকার, ভোলানাথ সাহা, কৃষ্ণ সাহা, অনিমেশ সাহা, সুধাংশু ভৌমিক, শিবনাথ সাহা, সনজিত সাহাসহ হিন্দু সম্প্রদায়ের শতাধিক লোক।

এনটিভি অনলাইন ডেস্ক