মঙ্গলবার রাতে লন্ডনে যাবেন খালেদা জিয়া, আজ আসছে এয়ার অ্যাম্বুলেন্স
উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় ল্যান্ড করার কথা রয়েছে।
বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার আজ সোমবার (৬ জানুয়ারি) বিকেলে জানান, বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাত ৮টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। রাত ৯টার দিকে বিমানবন্দরে উপস্থিত হয়ে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করবেন। রাত ১০টায় রয়েল কাতার আমিরের পাঠানো ‘এয়ার অ্যাম্বুল্যান্স’ যোগে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা শুরু করবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন। এ ছাড়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের চারজন চিকিৎসক থাকবেন। লম্বা জার্নিটা যেন সুস্থতার সঙ্গে করতে পারেন সে জন্য দোয়া করবেন। খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। ওনাদের পরামর্শ ক্রমে পরবর্তী সিদ্ধান্ত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন। সেখান থেকে হাসপাতালে যাবেন।
দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে বেগম খালেদা জিয়া চিকিৎসা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সুস্থ হয়ে যেন দেশে ফিরতে পারেন, দেশবাসীর কাছে সেই দোয়া চেয়েছেন।
চিকিৎসা সম্পর্কে ডা. জাহিদ আরও বলেন, লিভার সিরোসিস গ্রেড দুই ছিল। টিপস পদ্ধতিতে চিকিৎসা হয়েছে। কিন্তু সেটার অবজারভেশন হার্টে ব্লক ছিল সেটার, ক্রনিক কিডনি ডিজিস, করোনা পরবর্তী জটিলতা, আরও যদি কিছু করা যায়। ওনার বয়স অনুযায়ী ট্র্যান্সপ্ল্যান্ট হবে কি না সেটা যাওয়ার পর বোঝা যাবে। সুস্থ থাকলে ফেরার সময় সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাবেন।