হত্যা মামলায় সাবেক এমপি শফিউল রিমান্ডে
রাজধানীর উত্তরা-পশ্চিম থানা এলাকায় রউফ নামে এক যুবক নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা-পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আল মাহমুদ শরীফ সাবেক এই এমপির ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে বুধবার বিকেলে উত্তরার চার নম্বর সেক্টরের নিজ বাসা থেকে শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে উত্তরা-পশ্চিম থানা পুলিশ। মামলার নথি থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে গুলিতে নিহত হন রউফ। এ ঘটনায় তার ভাই শাকিব হাসান গত ৮ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার ৭ নম্বর এজাহারনামীয় আসামি শফিউল ইসলাম মহিউদ্দিন।