বিডিআর বিদ্রোহে বিস্ফোরক মামলার পরবর্তী জামিন শুনানি ১৯ জানুয়ারি
বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার পরবর্তী জামিন শুনানির দিন আগামী ১৯ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী পারভেজ হোসেন এই তথ্য জানিয়েছেন। তারা জানান, আদালত পরিদর্শন শেষে বিচারক আজকের মতো আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন।
এর আগে আজ বৃহস্পতিবার সকালে বিডিআর বিদ্রোহের মামলার বিচারকাজ বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে বুধবার দিনগত রাত থেকেই সেখানে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এমনকি এজলাস কক্ষেও আগুন দেওয়া হয়। পরে পুলিশের লালবাগ ডিসি ও সেনাবাহিনীর একটি ইউনিটের সঙ্গে মাদ্রাসা মাঠে বৈঠকে বসেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।
আসামিপক্ষের অন্যতম আইনজীবী ফারুক আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, আজ জামিন শুনানির দিন নির্ধারিত ছিল। আদালতে ১১৬ জনের জামিনের আবেদন করা হয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠের বিচার কক্ষ পুড়িয়ে দেওয়ার কারণে কেরাণীগঞ্জে নতুন আদালত ভবনে বিচারিক কাজ স্থানান্তরিত করা হয়েছে। আগামী ১৯ জানুয়ারি এই মামলার পরবর্তী জামিন শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।