দলের সদস্য পদ নবায়ন করলেন তারেক রহমান

বিএনপির সদস্য পদ নবায়ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি সদস্য পদ নবয়ান করেন। একই সঙ্গে তিনি বিএনপির সদস্য পদ নয়ায়ন কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজামান মিল্লাতও বিএনপির সদস্যপদ নবায়ন করেন।