খাগড়াছড়িতে পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ১৫
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলের ২৭ জন শিক্ষক-কর্মচারী পারিবারিক পিকনিকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হন। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। ট্রাকের চালক পলাতক রয়েছেন।