মানিকগঞ্জে হামলায় বাউল শিল্পী আবুল সরকারের ৩ সমর্থক আহত
মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় বাউল সম্রাট আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন। আজ রোববার (২৩ নভেম্বর) দুপুরে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত বাউল শিল্পীরা হলেন—আলিম, আরিফুল ও জহিরুল। বর্তমানে তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল সম্রাট আবুল সরকারের ফাঁসির দাবিতে সকাল ১০টায় তৌহিদী জনতার ব্যানারে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে দক্ষিণ সেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হয়। এ সময় একই এলাকায় আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন বাউল সমর্থক। পরে মিছিলে থাকা কয়েকজন তাদের লক্ষ্য করে ধাওয়া ও হামলা চালায়। এ সময় তিন বাউল শিল্পী আহত হন। পাল্টা হামলায় তৌহিদী জনতার পক্ষেও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ