স্কুলবাসে আগুন, দগ্ধ ১
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় ওভারব্রিজের নিচে পার্কিং করে রাখা ‘দ্য হলিচাইল্ড স্কুল অ্যান্ড কলেজ’ এর একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনগত রাত দেড়টায় প্রতিদিনের মতো বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ওভারব্রিজের নিচে পার্কিং করে ঘুমাচ্ছিলেন চালক মো. তাজেস খান (৪৫)। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা চালক তাজেস খান গুরুতর দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন : মেঘনায় সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি, দুই যুবক নিখোঁজ
এদিকে, অগ্নিসংযোগের খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বরংগাইল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।
আরও পড়ুন : মসজিদের ইমামকে ওমরাহ করতে পাঠাচ্ছেন প্রবাসীরা
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ