খাগড়াছড়ির জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ দোকান ভস্মীভূত

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। শনিবার (৪ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটের দিকে ইসমাইল মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে হঠাৎ আগুন লাগার পর তা মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল- তেলের দোকান, মোটর গ্যারেজ, হোটেল, ফার্নিচার, ইলেকট্রনিকস দোকান, মুদি দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে রামগড় ও মাটিরাঙা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো মার্কেটের ১৯টি দোকানই পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করছেন।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আখতার জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হবে।
এদিকে, স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির নেতারা অভিযোগ করেছেন, গুইমারা উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো স্থায়ী কার্যালয় না থাকায় আগুন লাগার পর তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে।