চট্টগ্রামের চন্দনাইশে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ নোমান (২৫)। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে রওশনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নোমান ও হেলাল উদ্দীন নামের দুই যুবক বিজিসি ট্রাস্ট এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে হাশিমপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রওশনহাট এলাকায় পৌঁছালে সামনে থাকা বালু ভর্তি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন নোমান।
অপর আরোহী হেলাল উদ্দীনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে