হাসিনার বাসভবন সুধা সদনেও ভাঙচুর-আগুন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/sudha_sodon.jpg)
ধানমণ্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। গতকাল বুধবার (৫ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে উত্তেজিত জনতা ভবনটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সুধা সদন পুরোপুরি খালি ছিল। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তারা বলেন, রাত সাড়ে ১১টার দিকে সুধা সদনে আগুনের খবর পান তারা।
রাত ১২টার দিকে ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার বিভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা গেছে।
এদিকে এক্সকেভেটর দিয়ে ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে ফেলা হয়। রাত সাড়ে ১১টায় বাড়িটি ভাঙা শুরু হয়। এর আগে রাত ৯টার দিকে ভবনটির তৃতীয় তলায় আগুন দেওয়া হয়।
রাত সাড়ে ১০টায় প্রথমে বাড়ির সামনে একটি ক্রেন নেওয়া হয়। পরে আরেকটি এক্সকেভেটর আনা হয়। বাড়ির একপাশে আগুন জ্বলতে দেখা যায়।
ক্রেন নিয়ে যাওয়া হলে উৎসুক জনতাকে ক্রেনের ওপর ওঠে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। এ সময়ে ‘শেখ মুজিবের বাড়ি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ বলে স্লোগান দিতে দেখা যায়। কেউ কেউ শেখ হাসিনার ফাঁসি চেয়েও স্লোগান দেন।
গতকাল বুধবার রাত ৮টার পর থেকেই বিপুল সংখ্যক মানুষ বাড়িটির সামনে জড়ো হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে। একপর্যায়ে গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে জনতা। লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে যোগ দেন অনেকে।
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।