সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি হবে নির্বাচনের গণহত্যা : ডা. শফিকুর রহমান

মৌলিক সংস্কার ছাড়া এই মুহূর্তে নির্বাচন হলে সেটি হবে নির্বাচনের গণহত্যা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে মহানগর জামায়াতের এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, একটি বড় গণহত্যার পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে না এনে নির্বাচন দেওয়া যায় না।
জামায়াত নির্বাচন চায়। অবশ্যই দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, তবে তার আগে বেসিক কিছু সংস্কার প্রয়োজন। শুধু নির্বাচিত সরকার এলেই দেশে শান্তি চলে আসবে, এমন না। এর আগেও আমরা নির্বাচিত সরকার দেখেছি। কিন্তু স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা কখনই খুব ভালো ছিল না। কারণ দেশের রাজনীতিকদের মধ্যে কোনো স্বচ্ছতা নেই। তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। ভালো সরকার হতে হলে ভালো মানুষ দিয়ে সরকার হতে হবে। যাদের অতীত ও বর্তমান ভালো।
জামায়াতের আমির আরও বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না আমরা। সত্যিকারের ‘ডেভিলদের হান্ট’ করা হলে চলমান ‘অপারেশন ডেভিল হান্টকে’ সমর্থন দিয়ে যাবে জামায়াতে ইসলামী।
অতীত কর্মকাণ্ডের জন্য জামায়াতের ওপর জনগণের আস্থা নেই—উপদেষ্টা নাহিদ ইসলামের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত অতীত নিয়ে কামড়াকামড়ি করে না। এই কথা কেন বলেছেন, সেটা তিনিই ভালো বলতে পারবেন।