আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে খালেদা জিয়ার অবদান স্মরণীয় : জামায়াত আমির
আধিপত্যবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেওয়া এক শোক বার্তায় এ কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
শফিকুর রহমান বলেন, বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের জন্য তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
জামায়াত আমির বলেন, আল্লাহ তাআলা তাঁর ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমীন।

নিজস্ব প্রতিবেদক