রানীশংকৈলে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/thakurgaun.jpg)
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অভিযান চালিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ছবি : এনটিভি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অভিযান চালিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় আকবর আলী (৫০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রানীশংকৈল উপজেলার বাচোরচোপড়া এলাকায় আকবর আলীর বাড়িতে এ অভিযান চালানো হয়।
র্যাব ও রানীশংকৈল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবর আলীর বাসা থেকে প্রায় সাড়ে তিন কেজির মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি এবং চোরাচালান কাজে ব্যবহৃত দুটি সিমসহ মোবাইলফোন উদ্ধার করা হয়। আকবরের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, ‘আমরা র্যাবকে উদ্ধার অভিযানে সহযোগিতা করেছি। আসামিকে আদালতে নেওয়া হবে।’