শেখ হেলালের পিএস মুরাদ ৪ দিনের রিমান্ডে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/cmm_cort_6.jpg)
হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদের চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা শেখ হেলালের পিএস মুরাদকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করে। শুনানি শেষে বিচারক চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেপ্তার করে পুলিশ।
নথি থেকে জানা গেছে, গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় আন্দোলন অংশ নেন তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শামীম রেজা। এদিন বেলা সাড়ে ১১টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে চিকিৎসা শেষে তিনি ১০১ জনকে এজাহারনামীয় ও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা করেন। শেখ পরিবারের অন্যতম সদস্য হলেন শেখ হেলাল। পারিবারিক সূত্রে তিনি শেখ হাসিনার চাচাতো ভাই। তিনি বাগেরহাট-১ আসন থেকে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪-এ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।