জি কে শামীমের বিরুদ্ধে ফের সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/17/g-k-shamim-_0.jpg)
ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া ওরফে জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা রায় থেকে উত্তোলন করে সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন নির্ধারণ করেছেন আদালত।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই আদেশ দেন।
এদিন মামলার রায়ের জন্য দিন নির্ধারণ ছিল। তবে, জি কে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে আবারও জেরা করার আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন। আগামী ২৬ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার পুনরায় জেরার তারিখ ধার্য করেছেন আদালত।
নথি থেকে জানা গেছে, গত ২২ জানুয়ারি দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ৩০ জানুয়ারি ঠিক করেন। তবে, ওইদিন রায় প্রস্তুত না হওয়ায় পিছিয়ে ১৭ ফেব্রুয়ারি ধার্য করা হয়। মামলায় জি কে শামীম কারাগারে আছেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তার মা আয়েশা আক্তার জামিনে আছেন। গত ১০ ফেব্রুয়ারি আয়েশা আক্তার আত্মসমর্পণ করে জামিন পান। আজ আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন তিনি।
এজাহার থেকে জানা গেছে, ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।