মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুত, লাখ টাকা জরিমানা

কুমিল্লা নগরীর হাউজিং এস্টেটে নূর ট্রেডার্সে বিএসটিআই ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
কুমিল্লা নগরীতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুত, গুণগত মান পরীক্ষণ না করা এবং মোড়কজাত সনদ গ্রহণ না করায় এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (১০ মার্চ) বিকেলে নগরীর হাউজিং এস্টেটে অবস্থিত নূর ট্রেডার্সকে এ জরিমানা করে বিএসটিআই ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা ও রতন কুমার দত্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বিএসটিআই কুমিল্লার সহকারী পরিচালক কে এম হানিফ জানান, প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে গুণগত মান পরীক্ষণ ও মোড়কজাত সনদ গ্রহণ করেনি। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ব্ল্যাক টি বিক্রয়ের উদ্দেশে মজুত করে। তাই এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিসের কর্মকর্তা ইকবাল আহাম্মদ ও প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়।