বগুড়ায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের নাঈম (২১), সেলিম (২২) ও রিফাত রহমান (২১)।
স্থানীয়রা জানান, বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যায়। সন্ধ্যায় দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় শেরুয়া বটতলা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাঈম নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।