শরীয়তপুরের পদ্মায় বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া বাল্কহেড থেকে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে বেসরকারি ডুবুরি দল দুর্ঘটনার ৪০ ঘণ্টা পর মরদেহ দুটি উদ্ধার করে।
পিরোজপুরের অনুসন্ধান অক্সিজেন বোর্ড নামের একটি বেসরকারি ডুবুরি দলের সদস্যরা প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় ১৩০ ফুট পানির নিচে তলিয়ে থাকা বাল্কহেডের ক্যাবিন থেকে শ্রমিক আল-আমীন ও আরিফের মরদেহ তুলে আনেন।
এর আগে, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল সরকারি উদ্যোগে দুই দিন ধরে ১৮ ঘণ্টা উদ্ধার অভিযান চালালেও লাশের সন্ধান পায়নি। পরে নিখোঁজ শ্রমিকদের স্বজন ও সহকর্মীরা নিজেদের খরচে বেসরকারি ডুবুরি দল নিয়ে এসে অভিযান চালান।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারের পর নৌপুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং উপজেলা প্রশাসন মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।