নাটোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
 
নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, গতরাত সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার মুশিন্দা এলাকার ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে নেয় প্রতিবেশী যুবক মনির হোসেন সরকার। এ সময় কিশোরীকে বাড়ির পাশে আম বাগানে নিয়ে ধর্ষণ করে কামরুল ইসলাম নামে অপর এক যুবক। এ সময় কিশোরীর পরিবার মেয়েটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে আম বাগান থেকে উদ্ধার করে।
এই ঘটনায় পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে মুশিন্দা এলাকার মনির হোসেন সরকার, কামরুল ইসলাম ও মাহফুজ নামে তিনজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে মাহফুজকে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী কিশোরী বর্তমানে বড়াইগ্রাম থানায় আছে। এই ঘটনায় তার বাবা দুজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।

 
                   নাজমুল হাসান, নাটোর (বড়াইগ্রাম-গুরুদাসপুর-সিংড়া)
                                                  নাজমুল হাসান, নাটোর (বড়াইগ্রাম-গুরুদাসপুর-সিংড়া)
               
 
 
 
