শিক্ষক ও কর্মকর্তাদের শূন্য পদে দ্রুত নিয়োগ : শিক্ষা উপদেষ্টা

দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার দ্রুত সময়ের মধ্যে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার (১৫ মার্চ) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন’ সংক্রান্ত এক দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘শিক্ষক ও কর্মকর্তাদের মনে রাখতে হবে, আমাদের সব কার্যক্রমের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। শিক্ষকরা শিক্ষা দেবেন, শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে, আর আমাদের দায়িত্ব তাদের সহযোগিতা করা।’
ডা. বিধান রঞ্জন রায় বলেন, ‘শিশুরা যাতে মাতৃভাষার পাশাপাশি ইংরেজিতেও দক্ষ হয় ও প্রাথমিক গণিত শিক্ষায় পারদর্শী হতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।’
শিক্ষকদের বদলি ও নিয়োগে অনলাইন ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সরকার প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয়টি স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বদলির প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসা হয়েছে, যা শিক্ষকদের জন্য সুবিধাজনক হবে। এতে করে সরকারও জানতে পারবে কোন জেলায় বা উপজেলায় কতজন শিক্ষক ও কর্মকর্তা কর্মরত আছেন।’
পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুল হক, পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সরকারি সফরের অংশ হিসেবে তিন দিনের সফরে শনিবার সকালে পটুয়াখালী পৌঁছান।