ঢাকার দোহারে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, মাইক্রোবাস জব্দ

ঢাকার দোহারের দোহারঘাটায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। আজ শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লাখ ৬০ হাজার টাকা। অভিযানে একটি মাইক্রোবাসও জব্দ করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. মাসুক মিয়া (৩৮) ও মো. জয়নাল মিয়া (৩২)। মাসুকের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামে। অপর আসামি জয়নালের বাড়ি একই উপজেলার আলাবক্সপুর গ্রামে।
র্যাব ১০-এর সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত মাইক্রোবাসে করে ঢাকা জেলার দোহারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এরই মধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।