নামাজ আদায় করতে গিয়ে মসজিদে মুসল্লির মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে মসজিদে নামাজ আদায় করতে গিয়ে সাহেব আলী (৯০) নামের এক বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে এশার নামাজের সময় উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি এলাকায় মোল্লা ফাউন্ডেশন ওয়াকফ এটেস্ট জামে মসজিদে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার জুম্মার নামাজের পর তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও মুসল্লিরা জানায়, সাহেব আলী অজু শেষ করে দ্রুত মসজিদের ভেতরে প্রবেশ করছিলেন। ঠিক তখনই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। উপস্থিত মুসল্লিরা তাকে দ্রুত ধরে ফেলেন। এরপর মসজিদেই তার মৃত্যু হয়। তিনি নিয়মিত মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেন।
মোল্লা ফাউন্ডেশন ওয়াকফ এটেস্ট জামে মসজিদের সভাপতি মো. হুমায়ূন কবির মোল্লা বলেন, ‘আমরা সবাই মসজিদে এশার নামাজরত অবস্থায় ছিলাম। সাহেব আলী নামাজ আদায় করতে এসে মসজিদে মৃত্যুবরণ করেছেন। এমন মৃত্যু সবার কপালে হয় না, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা সবাই তার জন্য দোয়া করি।’
সাহেব আলীর নাতি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জলিল আদিক বলেন, ‘আমি ঢাকায় পড়াশোনা করি। ঈদের ছুটিতে বাড়িতে ফিরে নানাকে জড়িয়ে ধরেছিলাম। বুঝিনি সেটাই হবে শেষবারের মতো। আমরা প্রায়ই একসাথে মসজিদে নামাজ পড়তে যেতাম। কিন্তু গতকাল আমি একটু দেরি করেছিলাম, আর নানা আগে চলে গিয়েছিলেন।’