আইন না মেনে পশু জবাই, তিন মাংস বিক্রেতাকে জরিমানা

জয়পুরহাটে আইন না মেনে পশু জবাইয়ের অপরাধে তিন মাংস বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৯ মার্চ) সকাল ১০টায় জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহানের নেতৃত্বে অভিযানে এ জরিমানা করা হয়।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী জবাইয়ের আগে ভেটেরিনারি কর্মকর্তার মাধ্যমে পশুর সুস্থতা যাচাই করে প্রত্যয়ন না নেওয়ায় তাঁদের এই জরিমানা করা হয়েছে।
শামিমা আক্তার জাহান বলেন, ‘আইন অনুযায়ী পশু জবাইয়ের আগে অবশ্যই ভেটেরিনারি কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে মাংসের মান নিশ্চিত হতে হবে। দণ্ডিত ওই মাংস বিক্রেতারা তা করেননি। তাই তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, কালাই থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।