রাজধানীর ভেতরে ফাঁকা, মুখে জটলা

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর ভেতরে ফাঁকা রয়েছে, তবে যাত্রাবাড়ী, গাবতলীসহ রাজধানীর মুখে জটলা রয়েছে। আজও মানুষ ঢাকা ছাড়ছেন মানুষ। এ ছাড়া রাজধানীতে ঈদ করা মানুষ বিনোদনের আশায় ঘুরোঘুরিতে ব্যস্ত থাকায় কিছুটা যানজটও সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলিস্তান, সায়েদাবাদ, যাত্রাবাড়িসহ কয়েকটি জায়গা ঘুরে এসব চিত্র দেখা গেছে।
যাত্রাবাড়ী মোড়ে শিকড় পরিবহনের সুপারভাইজার রহমজান আলী বলেন, মানুষ বেড়াইতেছে, আজও বাড়ি যাচ্ছে। পুরো শহর ফাঁকা, তবে যাত্রবাড়িতে জটলা, কোনো ট্রাফিক নাই ঠিকমতো।
কয়েকটি স্থানে দেখা যায়, গাড়ি কম থাকায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে না। এতে গাড়ির জটলা বাড়ছে।
সরকারি হিসেবে ঈদের ছুটিতে এবার ৪১ লাখ মানুষ (সিম কার্ডের হিসেবে) প্রিয়জনের টানে গ্রামে ছুটে গেছেন, ফলে রাজধানী পরিণত হয়েছে এক নীরব নগরীতে। এই ফাঁকা ঢাকায় ঈদের প্রশান্তি যেন এক চেনা-অচেনা আবেশ।
গতকাল সোমবার (৩১ মার্চ) থেকে ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীর প্রধান সড়কগুলোতে ছিল না স্বাভাবিক দিনের যানজট, হর্নের কর্কশ শব্দও অনুপস্থিত। অলস দুপুরে ফাঁকা রাস্তায় হালকা বাতাসের সঙ্গে খেলা করছিল রোদের ছায়া। সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে ঈদ আনন্দ মিছিল হয়, যা নগরবাসীর মনে উৎসবের আমেজ নিয়ে আসে।
এই ঈদে যারা ঢাকায় থেকে গেছেন, তাদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে বেরিয়েছেন নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে। কেউ কেউ রিকশায় চড়ে, কিংবা খোলা সড়কে হেটে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটিয়েছেন।
বিশেষ করে ফাঁকা ঢাকায় পরিবার নিয়ে ঈদ উদযাপনে জাতীয় জাদুঘর, মিরপুর চিড়িয়াখানা, জাতীয় উদ্ভিদ উদ্যান, জিয়া উদ্যান, শ্যামলী ওয়ান্ডারল্যান্ডসহ বিভিন্ন স্থানীয় পার্ক, মাঠ ও বিনোদন কেন্দ্রে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকে ঘুরতে গেছেন কাছের রেস্টুরেন্টে। কেউ কেউ বের হয়েছেন সিনেমা দেখতে।
এদিকে আশপাশের ঢাকার আশপাশ স্থানের দর্শনার্থীরাও এই ফাঁকা ঢাকার সৌন্দর্য উপভোগ করছেন। তারা বিশেষ করে চিড়িয়াখানা ও শ্যামলী ওয়ান্ডারল্যান্ডে এসেছেন।