টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত

টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাকচাপায় মোহাম্মদ শফিউল্লাহ মিয়া (৪৭) নামের এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে দেলদুয়ার-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ উপজেলার সদর ইউনিয়নের দেলদুয়ার মৌলভীপাড়া গ্রামের হাবিবুল্লাহ মজনুর ছেলে। তিনি আনসার ভিডিপির কমান্ডার হিসেবে কুমিল্লা জেলায় কর্মরত ছিলেন।
জানা যায়, ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন শফিউল্লাহ। হাঁটার একপর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় পথচারীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, শফিউল্লাহ ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ভোরে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বৈদ্যুতিক খুঁটিতে আছড়ে পড়ে এবং তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শফিউল্লাহ।