ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির ধাক্কায় সিএনজিচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফয়সাল (২৭) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা ইব্রাহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক ফয়সাল জেলার সরাইল উপজেলার কাইচ্চা গ্রামের বাসিন্দা।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের চান্দুরা ইব্রাহীমপুর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সিএনজিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।