ট্রেন লাইনচ্যুত, ১৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ইঞ্জিন
নাটোরের লালপুরে ১৫ কিলোমিটারের মধ্যে পৃথক স্থানে পঞ্চগড় এক্সপ্রেস ও রাজশাহী এক্সপ্রেস নামের দুটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তার দুই ঘণ্টা পর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করা হলেও দুর্ঘটনার ১৫ ঘণ্টা পার হলেও রাজশাহী এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন উদ্ধার করা সম্ভব হয়নি। এতে দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে।
আজ শনিবার (১২ এপ্রিল) ভোরে উপজেলার ঈশ্বরদী বাইপাস স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। দুর্ঘটনার দুই ঘণ্টার মধ্যেই ট্রেনটির ইঞ্জিন উদ্ধার করা হলে ভোরেই গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে, শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার বাওড়া রেল ব্রিজ এলাকায় চাকা ভেঙে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে রিলিফ ট্রেন এসে ১৫ ঘণ্টাতেও দুপুর দেড়টার মধ্যে ওই ট্রেনের ইঞ্জিন উদ্ধার করতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন। তিনি জানান, ট্রেনের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে রাতেই লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন রেখে বগিগুলো বিকল্প লাইন দিয়ে গন্তব্যে নিয়ে যায়। লাইনটি ডাবল লাইন হওয়ায় বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে কাজ করছে সংশ্লিষ্টরা।