ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
পূর্ব ইথিওপিয়ায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) স্থানীয় রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর ২টার দিকে। যাত্রীবাহী ট্রেনটি জিবুতির সীমান্তের কাছে অবস্থিত দেউয়েল শহর থেকে দিরে দাওয়ায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দেউয়েল শহর থেকে ট্রেনটি প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) পথ অতিক্রম করেছিল।
ডায়ার টিভির একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, দিরে দাওয়া-দেউয়েল লাইনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও আরও ২৯ জন গুরুতর আহত হয়েছেন।
প্রকাশিত ছবিতে দেখা গেছে, ট্রেনের কয়েকটি বগি উল্টে গেছে ও অন্যগুলো ভেঙে গেছে।
প্রায় ১৩ কোটি জনসংখ্যার দেশ ইথিওপিয়া হলো আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ। সেখানে ট্রেন দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে, ১৯৮৫ সালে জিবুতি থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাগামী একটি ট্রেন খাদে পড়ে গেলে ৪০০ জনেরও বেশি মানুষ নিহত ও ৫০০ জন আহত হয়েছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক