রেল দুর্ঘটনায় চীনে ১১ শ্রমিকের মৃত্যু
চীনের দক্ষিণ-পশ্চিমের ইউনান প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১১ জন রেলওয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুজন শ্রমিক আহত হয়েছেন বলে স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে কুনমিংয়ের লুওয়াং টাউন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির।
কুনমিং রেলওয়ে ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, আজ ভোরে একটি ট্রেন স্টেশনে নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের ওপর উঠে যায়। ট্রেনটি ‘ভূমিকম্প সরঞ্জাম’ পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছিল।
কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি স্টেশনের ভেতরের একটি বাঁক অতিক্রম করার সময় শ্রমিকদের কাজ করা লাইনে ঢুকে পড়ে। ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোট ১১ জন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পর ওই স্টেশনের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক