মাদুরোকে অবিলম্বে মুক্তির আহ্বান চীনের
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
আজ রোববার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে বেইজিং যুক্তরাষ্ট্রকে মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে, তাদের দ্রুত মুক্তি দিতে এবং ভেনেজুয়েলার সরকার উৎখাতের প্রচেষ্টা বন্ধ করতে চীন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, কারাকাসে চালানো এই অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। চীন এই ঘটনাকে একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হিসেবেও উল্লেখ করেছে।
এর আগে, শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তা স্ত্রীকে আটক করে মার্কিন সেনারা।

এনটিভি অনলাইন ডেস্ক